
প্রকাশের সময়:
17-01-2022 12:22 pm
শ্রাবন্তী বড়ুয়া নীপা
আলোর পথের যাত্রী
প্রকাশের সময়: 17-01-2022 12:22 pm
শ্রাবন্তী বড়ুয়া নীপা

আলোর স্রোতে ভাসছে আকাশ স্নিগ্ধ জোছনায়,
আয় ছেলেরা, আয় মেয়েরা দেখবি যদি আয়।
শশীর সাথে বসেছে আজ কোটি তারার মেলা
আকাশ জুড়ে চলছে যেন হরেক রঙের খেলা।
আলোর ভেলা চলছে যেন স্বর্গ পানে উড়ে
তাইনা দেখে খোকা- খুকু নাচছে ঘুরে-ঘুরে।
খোকা শুধায়, এমন তারা দেখিনিতো আগে!
ও দাদুভাই, এতো তারা আজ
এলো কোথা থেকে?
দাদু বলে, জানিসনা কি?
আজ যে প্রবারণা,
তাইতো উড়ছে আকাশ পিদিম
ছাড়িয়ে সীমানা।
ঘুচিয়ে আঁধার যাচ্ছে উড়ে
আলোর পথের যাত্রী,
বুদ্ধের কেশ ধাতুর প্রতি
জানাতে প্রণতি।
চলো সবাই সদলবলে বিহারেতে যাই
বুদ্ধ, ধর্ম, সংঘ নামে ফানুস উড়াই।
আঁধার ঘুচে আলোয় যেমন ভাসছে চরাচর
জ্ঞানের আলোর ভরুক তেমন সকলের অন্তর।