
বাঁশখালী উত্তর জলদী গ্রামবাসীর উদ্যোগে জলদী ইয়ং সংসদের সহযোগিতায় ধুতাঙ্গ সাধক ড.এফ. দীপংকর মহাথের'র একক সদ্ধর্মদেশনা ও রত্নগর্ভা সম্মাননা অনুষ্ঠান আগামী ৮,৯, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তর জলদী গ্রামে অনুষ্ঠিত হবে ।
উক্ত সদ্ধর্মানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
অনুষ্ঠান সূচি-
★ ০৮ ডিসেম্বর,২০২২ ইং,রোজ- বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় রত্নগর্ভা সম্মাননা অনুষ্ঠান।
★০৯ ডিসেম্বর, ২০২২ইং রোজ- শুক্রবার সকাল বেলায় ধুতাঙ্গ সাধক পূজনীয় ড.এফ.দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) ও তাঁর অন্তেবাসী ভিক্ষুসংঘ কর্তৃক পিণ্ডাচরণ এবং অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান।