
সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর ও উপসংঘরাজ ভদন্ত গুনালংকার স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান ,আটাশ বুদ্ধের পূজা ও সদ্ধর্মানুষ্ঠান আগামী ১৬ জানুয়ারী সোমবার হাটহাজারীর জোবরার সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি উপ সংঘরাজ জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের, উদ্বোধক থাকবেন হাটহাজারীর আঞ্চলিক সংঘনায়ক কর্মযোগী ভদন্ত শীলরক্ষিত মহাথের।
উক্ত সদ্ধর্মানুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।