
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের সিনিয়র সংগীত শিল্পী মংসাথোয়াই চৌধুরীর কথা ও সুরের মারমা গানের সংগীত প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি সদর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অংশেপ্রু মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ভাষা বর্ণমালা লেখক ডাঃ অংক্যজাই মারমা,রাঙ্গামাটি জেলা থেকে আগত বেতার এবং টেলিভিশনের সংগীতশিল্পী মংচাই মারমা, সংগীত শিল্পী ওয়াপ্রুচিং মারমা, সংগীত শিল্পী মোঃ আবুল কাসেম, মারমা উন্নয়ন সংসদ খাগড়াছড়ি জেলা সদর শাখার সাধারণ সম্পাদক নিয়ং মারমা,মারমা ভাষা শিক্ষা পরিষদের সভাপতি মংসাউ মারমা, খাগড়াছড়ি মারমা শিল্পী গোষ্ঠী সভাপতি অংচাইরী মারমা, চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘের উপদেষ্টা অংক্যচিং চৌধুরী প্রমূখ। খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সদস্যা এচিং মারমা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি অংশেপ্রু মারমা যৌথ সঞ্চালনায় মঙ্গলাচরণ পাঠ করেন আনুচিং মারমা সুচি,স্বাগত বক্তব্য রাখেন পুরস্কার বিতরণ উদযাপন কমিটি সভাপতি চাইহলাপ্রু মারমা।
সংগঠনের বিগত দিনের সকল কার্যক্রম নিয়ে সাংগঠনিক রির্পোট পেশ করেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও উদযাপন কমিটি সাধারণ সম্পাদক মিতালী চৌধুরী।