
কক্সবাজারের চকরিয়া মানিকপুর নব বিজয়ানন্দ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ কল্যাণমিত্র থের'র অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান ২৪ ও ২৫ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার ও শুক্রবার চকরিয়া মানিকপুর নব বিজয়ানন্দ বৌদ্ধ বিহার চত্বরে অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার ( ২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭.৩০ টায় পাল্টা কীর্তন পরিবেশিত হয়। পরিবেশনায় ছিলেন কীর্তনিয়া বিমল কান্তি বড়ুয়া ও কীর্তনিয়া বিকাশ দত্ত।
শুক্রবার (২৫ নভেম্বর ) অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে সকালে প্রয়াত কল্যাণমিত্র থের'র নির্বাণ সুখ কামনায় অষ্ট উপকরণ সহ সংঘদান ও সদ্ধর্ম আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্ম রত্ন মহাথের, আশীর্বাদক হিসেবে ছিলেন মানিকপুর নব বিজয়ানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাথের,প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শী মহাথের।উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ থের।
বিকেলের অনিত্যসভা ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসন ভাস্কর ভাস্কর শাসনপ্রিয় মহাথের। আশীর্বাদক ছিলেন দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের,ভদন্ত সুমনাপ্রিয় মহাথের । প্রধান ধর্ম দেশক ছিলেন দমদমা নবাবপুর ধর্ম কীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. ধর্ম কীর্তি মহাথের।ধর্ম দেশক ছিলেন ভদন্ত আয্যপ্রিয় মহাথের, ভদন্ত দীপংকর মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের, ভদন্ত ড. সুমনপ্রিয় মহাথের, ভদন্ত জ্যোতিলিংকার মহাথের ।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী , ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম । প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া,
উদ্বোধক ছিলেন ভদন্ত প্রজ্ঞামিত্র থের , মংগলাচারণ করেন ভদন্ত বিপুলানন্দ থের, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রুপন বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন মাষ্টার নিরঞ্জন কুমার বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন বোধি রঞ্জন বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভদন্ত প্রজ্ঞাচন্দ্র ভিক্ষু ও উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।